মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি || ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন রুপসা থানার ব্যবস্থাপনায় (২১শে ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে, উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণমালা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এতে বর্ণমালা মিছিল পৃবক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা বলেন
,যে দেশের দামাল ছেলেরা মাতৃভাষা বাংলা করার জন্য জীবন দিয়েছে সে দেশের আদালতের রায় এখনো ইংরেজিতে লেখা হয় যা স্বাধীন স্বার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। দেশ স্বাধীন হওয়ার আগেই যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা সে দেশের স্বাধীনতার সরকারি বেসরকারি অফিস আদালতে এখনও পর্যন্ত সঠিক ভাবে বাংলা ভাষা ব্যাবহার শতভাগ নিশ্চিত না হওয়া সরকার কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে
,শুধু মাত্র বাঙালিয়ানা শ্লোগান দিলেই হবে না সকল পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন,বায়ান্নোর ভাষা আন্দোলন বাঙালী জাতির অভ্যুদয়ের স্ফূলিঙ্গ। সেই স্ফূলিঙ্গ প্রেরনার উৎস, যা জ্বালিয়ে দিতে পারে সকল অন্যায়। যার প্রত্যক্ষ উদাহরন বাঙালির ভাষা আন্দোলন মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। যে দেশটির নাম বাংলাদেশ, তাই ভাষা আন্দোলনের চেতনাকে ধারন করে দেশ রক্ষার শপথ নিতে হবে।
উক্ত আলোচনা ও বর্ণমালা মিছিলে সভাপতিত্ব করেন রুপসা থানা সভাপতি আহমাদ ঈসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর সাত্তার রুপসা থানা সভাপতি শেখ মুহাম্মদ ইউসুফ সেক্রেটারি মাওলানা হারুন-অর রশিদ আশরাফুল ইসলাম বিশ্বাস মাওলানা ইউসুফ আলী মুহাম্মদ আনিচুর রহমান ছাত্র নেতা জেলা আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার নাজিম থানা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লাল চাঁন মুহাম্মাদ সাকিব মোহাম্মদ রাতুল নাসরুল্লাহ শেখ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।