এম.কে.জামান সুমন, ঢাকা || গত ২৪ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন এর ২য় রিইউনিয়ন ২০২৩ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ২য় অধিবেশনে এজিএম এর মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অ্যালামনাইদের সামনে ট্রেজারার দেশের বাহিরে থাকার জন্য তার পক্ষে হিসাব উপস্থাপন করেন একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ তানভীর হাসান।
এজিএম এর আকর্ষণ ছিল নতুন কমিটির নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়াতে নির্বাচন কমিশন গঠন করে বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। অ্যালামনাইদের ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (AIS) অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন পুনঃনির্বাচিত হন ও সাধারন সম্পাদক মশিউর রহমান চপল নবনির্বাচিত হন।নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সকল অ্যালামনাইদের সহযোগিতার মাধ্যমে আগামীতে আরো সুন্দর আয়োজন সহ বেশ কিছু কাজ করতে চান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য এম.এ মমিন পাটোয়ারী ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ও অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য শামসুন নাহার নেলী ও মোঃ মিজানুর রহমান । আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি মিটিং করে অন্যান্য পদসহ পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।