পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” আলোকে ৩ দিনের প্রশিক্ষণ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সমাপ্ত হয়েছে।শহরের পৌর ভবন মোড়ে নবযুগ সংস্থা’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।নবযুগ সংস্থার সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সংস্থার ম্যানেজার ইউছুফ আলীর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যশোর নকশীকাঁথা এসোসিয়েশনের সভাপতি মরিয়ম নারগিস ও সাংবাদিক এসআর সাঈদ।
প্রশিক্ষক ছিলেন,এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক রফিকুল হাসান।২৬ হতে ২৮ ফেব্রুয়ারী তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে কুটির শিল্প,নকশীকাঁথা,বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারীকে নিয়ে এসএমই ফাউন্ডেশনের“এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।