শেখ মারুফ হোসেন,বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে “এ্যাডভোকেসি উইথ সার্ভিস প্রোভাইডার্স ফর এসটিআই সার্ভিসেস” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ১০:০০ টায় বাগেরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস এর এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সিএসএস এইচআইভি /এইডস প্রতিরোধ প্রকল্পের বাগেরহাট ডিআইসি’র দায়িত্বে থাকা শেখ মারুফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. জালাল উদ্দিন আহমেদ, সিভিল সার্জন বাগেরহাট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ হাবিবুর রহমান ডেপুটি সিভিল সার্জন বাগেরহাট। ডা. ফারহানা ইসলাম ডিএসআরএইচআরও সহ মোট ২৫ জন অংশগ্রহণকারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ডা. মোঃ হাবিবুর রহমান ডেপুটি সিভিল সার্জন, বাগেরহাট। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের শুক্লা দাস।
স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও বাগেরহাটের সুযোগ্য সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। এসময় তিনি এইচআইভি/এইডস প্রতিরোধে কার্যকর দিকনির্দেশনা প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।এরপর সিএসএস এর সংশ্লিষ্ট প্রকল্পের শেখ মারুফ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় তিনি সিএসএস লক্ষ, উদ্দেশ্য, বিভিন্ন সেক্টর সম্পর্কে, এইচআইভি / এইডস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য,কেন এই প্রকল্প? কিভাবে টেকসই উন্নয়নের লক্ষ মাত্রা অর্জনে ভূমিকা রাখবে এবিষয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন। এসময় তিনি আরও বলেন, এইচআইভি কি? এইডস কি? কিভাবে ছড়ায়? কিভাবে প্রতিরোধ করা যায়, কারা ঝুকিপূর্ণ? এরোগের লক্ষণ সমূহ, সুপ্তিকাল, বহিঃপ্রকাশ যেভাবে ঘটে, সনাক্তকরণ পদ্ধতি ও চিকিৎসা কোথায় পাওয়া যায়? এবং এঅঞ্চলের এ রোগীদের অবস্থা সম্পর্কে আলোচনা করেন। এরপর সিএসএস এর প্রকল্প কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান এইচআইভি/এইডস সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মুক্ত আলোচনায় উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করেন সিএসএস এর সংশ্লিষ্ট প্রকল্পের শেখ মারুফ হোসেন ও মোঃ খালেকুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতি ডা. জালাল উদ্দিন আহমেদ সুযোগ্য সিভিল সার্জন বাগেরহাট এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।