সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || সড়ক দূর্ঘটনায় আহত খুলনার ডুমুরিয়ার বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল(৬৫) মারা গেছেন,(ইন্না লিল্লাহি রাজিউন)।গতকাল শনিবার বেলা ৪ টার দিকে খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্হায় তিনি মারা যান।
নিহত’র পরিবার সূত্র জানা গেছে,খুলনান ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গুটুদিয়া সমাজ কল্যান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা,আতিয়ার রহমান মোড়ল গত শুক্রবার সকাল ১১ টার দিকে নিজ মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া বাস স্ট্যাড নামক স্হানে একটি বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ নামে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্হায় গতকাল শনিবার তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে এবং অসংখ্যা আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ৫ মার্চ সকালে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার এবং নামাজে যানাজা শেষে তাঁর নিজ বাড়ি গুটুদিয়ায় পারিবারিক করব স্হানে দাফন করা হবে বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।