খুলনার খবর || খুলনা মহানগরীর রূপসা এলাকায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কারখানার ভেতরে একটি পরিত্যক্ত স্থান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও বয়রা থেকে একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়নি।
আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, কারখানার একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। মূলত সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।