খুলনার খবর || আজ ৭ মার্চ দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শবে বরাত উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুঁটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরুপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন নিম্নোক্ত আইনে নিষিদ্ধ ঘোষণা করেছেন কেএমপি কমিশনার।
এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে;
(১) কেএমপি অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৯(২) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দন্ডনীয় অপরাধ।
(২) ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী গণ-উপদ্রব এবং দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।
(৩) ধর্মীয় কার্যকলাপে বাঁধা প্রদানের সামিল।
(৪) সর্বোপরি জনমনে আতংক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভূক্ত।
খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।