শরিফুল ইসলাম || ধুমপান ও তামাক মুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে খুলনায় সচেতনতামুলক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।রেলপথ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত‘ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোব্যাকো ফ্রি’(আইএমবিআরটিএফ) প্রকল্প নগরীতে জনসচেতনতামূলক র্যালিটির আয়োজন করেছে।র্যালিটি নগরীর সংগীতামোড়,শিববাড়ি হয়ে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের অর্থায়নে অনুদানের ভিত্তিতে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শিশু, নারী, অসুস্থ ব্যক্তি,গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা দেয়া। পানের পিক মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে পান-জর্দা বা সাদাপাতার ব্যবহার নিষিদ্ধকরণ,তামাক ও ধূমপানমুক্ত রেলওয়ে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply