পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা দেবালয়ে রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তন শুরু হয়েছে। অধিবাস পরিচালনয় ছিলেন মাষ্টার রনজিৎ পাল। ১৩, ১৪, ১৫ মার্চ অখন্ড মহা হরিনাম সংকীর্ত্তন এবং ১৬ মার্চ কুঞ্জভঙ্গ ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মহানাম সংকীর্ত্তন পরিবেশন করবেন খুলনার কৃষ্ণ গোপাল সম্প্রদায় প্রেমানন্দ সম্প্রদায় ও অদ্বৈত সম্প্রদায়, সাতক্ষীরার ঠাকুর গোপাল সম্প্রদায়,দাকোপের আদি রাধা গোবিন্দ সম্প্রদায় ও বালিয়াডাঙ্গা দেবালয়ের বানেশ্বর সম্প্রদায়। বালিয়াডাঙ্গা দেবালয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠান স্বার্থক রূপায়নের ক্ষেত্রে স্ববান্ধব উপস্থিত কামনা করেছেন বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক স্বপন কুমার মুখার্জী।
Leave a Reply