খুলনার খবর || ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় ঢাকা ডিবি পুলিশ খুলনা থেকে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে। গতকাল রোববার (১২ মার্চ) ভোরে থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিঅ্যান্ডবি কলোনি থেকে তাদের আটক করা হয়।
নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম নগরীর জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির টু আর/২-৭ নম্বর ভবনের চারতলায় জনৈক জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ঐ বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ ও বোনসহ দুই নারীকে আটক করা হয়। পরে আরও একজনকে আটক করা হয়।
জাহাঙ্গীরের পাশের ফ্ল্যাটের লোকজন জানান, খুব সকাল থেকে পুলিশ পুরো ভবন ঘেরাও করে চতুর্থতলায় ঐ বাসায় প্রবেশ করে। এই বাসায় গতকালই (শনিবার) তার ভগ্নিপতি আর বোন এসেছে।
অভিযানকালে ঢাকা ডিবির এডিসি রাশেদ সাংবাদিকদের জানান, খুলনার এই সূত্র ধরে আরও কয়েক জায়গায় অভিযান চলছে। ফলে তদন্তের গোপনীয়তার স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, ‘ঢাকা ডিবি পুলিশের একটি টিম সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালাচ্ছে। তবে, অভিযানে কেউ আটক বা টাকা উদ্ধার হয়েছে কিনা-এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।