যশোর প্রতিনিধি || যশোরের অভয়নগরে ভৈরব নদে পড়ে নিখোঁজ ঘাট শ্রমিক সাগর হোসেন বিশ্বাসের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিশতি ট্রেডার্সের ঘাট সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি তার মরদেহ উদ্ধার করে।
সাগর হোসেন বিশ্বাস উপজেলার গুয়াখোলা গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর নওয়াপাড়া পৌর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
চিশতি ট্রেডার্সের ঘাট সর্দার সোহাগ সরদার জানান, ভোর থেকে ঘাটে নোঙর করা এমভি আহসান হাবিব-১ নামের একটি কার্গো জাহাজ থেকে গম আনলোডের কাজ চলছিল। সাড়ে ১০টার দিকে ৫০ কেজির বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশাপাশি থাকা দুই জাহাজের মাঝে সাগর হোসেন বিশ্বাস পড়ে যান। এসময় কর্মরত শ্রমিকরা নদীতে নেমে সাগরকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরিদল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ ঘাট শ্রমিকের মরদেহ উদ্ধার করে। পরে নৌপুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।