আলী আজীম,মোংলা (বাগেরহাট)|| মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোনাইলতলা এবিএস দাখিল মাদ্রাসার দাখিল ব্যাচ এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সবুজ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সরদার হুমায়ূন কবির, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য হামিদ শেখ।
এছাড়াও মাদ্রাসা সহকারী সুপার মিজানুর রহমান,ছাত্রলীগ নেতা রাজা সরদার, নাজমুল শেখ সহ অবিভাবক, শিক্ষক, ছাত্র/ছত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ছাত্র-ছাত্রীদের নানারকম দিকনির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করেন।
Leave a Reply