ডুমুরিয়া প্রতিনিধি || ডুমুরিয়া স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্টে খুলনার এসবি আলী ক্লাব ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে।গতকাল শুক্রবার বিকেলে যুবসংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে তারা ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।
খুলনা এসবিআলীর হয়ে একমাত্র গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুর রহমান।তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুনার্মেন্ট-২০২৩ আয়োজন করেছেন ডুমুরিয়ার ঐতিহ্যবাহী যুবসংঘ ক্লাব।প্রথম সেমিফাইনাল খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
উদ্বোধক ছিলেন,খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।মোশারফ হোসেন কচি
সভাপতিত্ব করেন।সম্পাদক আছফার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শারমিন পারভীন রুমা,উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খান আবু বক্কার, প্রভাষক খান নুরুল হক, খান আনিসুজ্জামান, হারুন অর রশীদ, এইচ এম এ রউফ, শোভা রানী হালদার, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক শংকর মন্ডল, ক্রীড়াবিদ জালিম
আক্তার লেলিন, মাসুদ রানা নান্টু, প্রনব রাহা, রবীন্দ্রনাথ তরফদার প্রমুখ। দ্বিতীয়
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার বিকেল সাড়ে ৩টায়। বাগেরহাট জেলার
ফকিরহাট উপজেলার সান যুবসংঘ ক্লাবের সাথে ডুমুরিয়া ফুটবল একাদশ ওই
খেলায় মুখোমুখি হবে। উল্লেখ্য দীর্ঘ প্রায় দু’যুগ পরে ডুমুরিয়া যুবসংঘ স্ব-গৌরবে ফিরে এসে নিজস্ব মাঠে ফুটবল খেলার আয়োজন করেছে।
Leave a Reply