এম.কে.জামান সুমন,ঢাকা || আজ ১৮ মার্চ (শনিবার) সকাল ১০.৩০ টায় রাজধানীর পুরানা পল্টন মসজিদ মাকেট এর সামনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিসহ ৪ চার দফা দাবির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টিরঁ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরীর সভাপতি মোহাম্মদ মিরাজুর রহমান মিরাজ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। সমাবেশে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, লেবার পার্টি ঢাকা মহানগর শাখার সেক্রেটারি ফরিদুল ইসলাম,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি এ.কে.এম দীপন।
সমাবেশে বক্তারা চালডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি,ভোক্তা অধিকার সংরক্ষণ,গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাহিরে থাকা, সর্বোপরি সরকার দেশ চালাতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।