মাগুরা প্রতিনিধি || মাগুরায় লিচু ফুলের মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন কার হয়েছে।আজ শনিবার (১৮ মার্চ)দুপুরে হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের একটি লিচু বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এতে বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জানান, মাগুরায় ৬৩৯ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এসব বাগান থেকে প্রতি বছর প্রায় দুইশ’ কোটি টাকার লিচু কেনাবেচা হয়। এছাড়া লিচু ফুলের মৌসুমে এখান থেকে প্রায় আড়াই কোটি টাকার মধু আহরণ করা হয়। মধু সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করার ক্ষেত্রে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সমবায় বিভাগের মাধ্যমে মৌচাষিদের সহযোগিতা করা হচ্ছে।
Leave a Reply