এম.কে.জামান সুমন,ঢাকা || আজ ১৮ মার্চ (শনিবার) সকাল ১১ টায় রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম স্মরণীর আল রাজি কমপ্লেক্স এর সামনে প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনসহ ১০ দফা দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের ডাকে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পিপলস লীগ এডভোকেট গরীবে নেওয়াজ,পিপলস লীগ সেক্রেটারি সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান,বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল,মহাসচিব দিলীপ কুমার দাস, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মহাসচিব এডভোকেট আব্দুল বারিক,ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আকবর হোসেন,বাংলাদেশ সাম্যবাদী দল (মার্ক-লেলিন বাদ) সাধারণ সম্পাদক
কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম,পলিটব্যুরো সদস্য কমরেড মাহবুব মিয়া,গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী,মহাসচিব আবু সৈয়দ,বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার নুরুল আমিন বেপারী,মহাসচিব এডভোকেট শাহ আলম বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান,সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সরকার চালাতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন,রমজানে চাল-ডাল সহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করা,ভোক্তা অধিকার সংরক্ষণ,গাড়ি ভাড়া-বাড়ি ভাড়া সাধারণ মানুষের নিয়ন্ত্রণের রাখা,আলেম-ওলামাসহ সকল রাজবন্দিদের নিঃস্বর্ত মুক্তি,হয়রানী মূলক হামলা মামলা প্রত্যাহার,পুলিশকে সরকারের চাটুকার না বানানো। সর্বোপরি সরকার দেশ চালাতে ব্যর্থ হওয়ায় জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগে বাধ্য করা হবে। এ ব্যাপারে বক্তারা জোর দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।