সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি || বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এ্যাসোসিয়েশন খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলার শাহপুর ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধু সম্মানী ভাতা নয়,আমরা যেন নুন্যতম সম্মানটুকু পাই। ‘অধিকার বঞ্চিত ইউপি মেম্বরদের ১১ দফা বাস্তবায়নের দাবী’র ওই সভায় তিনি আরো বলেন,অধিকার আদায়ে মেম্বারদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সম্মানীভাতা বৃদ্ধি, ন্যায্য অধিকার,ইউনিয়ন পরিষদে বসার ব্যবস্থা করা, উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অন্তত দুই জন মেম্বরের উপস্থিতিসহ ১১ দফা দাবী বাস্তবায়নের প্রতি তিনি একত্বতা ঘোষণা করেন।
সংগঠনের আহবায়ক খান আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন সংগঠনের খুলনা শাখার সভাপতি এসএম ফরিদ রানা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না, ডুমুরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীনা রুমা।
সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্নার সঞ্চালনায় বক্তব্যদেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,ইউপি সদস্য সরদার মাসুদ রানা,মাহাবুর রহমান, পারভীন আক্তার,মো: মোজাহিদুল হক,নুরুল ইসলাম প্রমুখ। সভাশেষে,খান আবু বক্কারকে সভাপতি,শেখ আব্দুল হালিম মুন্নাকে সাধারণ সম্পাদক এবং মাহাবুবুর রহমান,তরুন সরকার,নুর ইসলাম সরদার,পারভীন বেগমকে সহসভাপতি, গফাফার গাজী,আইয়ুব আলী,শেখ শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক,মো: মোজাহিদুল হক সাংগঠনিক সম্পাদক, ইকবাল মাসুদকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।