1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উপজেলা খেলাঘর আসর কেশবপুর কতৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান-১৪৩১ নাভারণ ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুকনগরে বাঁধ ভাঙ্গা উচ্ছাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী-২০২৪ পাইকগাছার কপিলমুনিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে র‍্যালী পান্তা আসর  বটিয়াঘাটা উপজেলায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন বাগেরহাটে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ লোহাগড়ায় মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি; অতিষ্ঠ শার্শার ব্যবসায়ীরা, থানায় অভিযোগ বাগেরহাটে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাঁসা-পিতলের তৈরি তৈজসপত্র পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় ঈদের প্রধান জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনে কেএমপি কমিশনার রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাইকগাছার প্রায় চারশত মুসল্লীকে জায়নামাজ উপহার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি,ঈদ বৃহস্পতিবার পাইকগাছায় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি রশীদুজ্জামান ঈদ-উল-ফিতর উপলক্ষে কোস্ট গার্ডের সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধিতে টহল প্রদান শার্শায় না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক কণ্যা সোহাগী ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

শেখ হাসিনার রাষ্ট্রে কেউ অনাহারে থাকে না : শাহীন চাকলাদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব। শেখ হাসিনার নেতৃত্বে আজ ক্রীড়াঙ্গণ বিশ্বের দরবারে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের চলমান উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকে। প্রধান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায়, একজনও অর্ধাহারে-অনাহারে থাকে না। তাঁর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশের উন্নয়নে ঈষান্বিত হয়ে বিএনপি -জামায়াত দেশকে অশান্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করতে হবে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অতিরিক্ত ১২৮ জনপ্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর,জেলা নেতা রেজাউল ইসলাম,কেশপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু,সংগঠনিক সম্পাদক গৌতম রায়,কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস,সদস্য শেখ মনিরুজ্জামান মনি,গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব,সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান,উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান,যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জি এম আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু, যুবলীগ নেতা আল হেলাল সরদার, ছাত্রলীগ নেতা মুন্না হোসেন মুন্না, পৌর ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ।

অপরদিকে সোমবার বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
পরে সন্ধ্যায় প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার কেশবপুর পৌরসভার সম্মেলন কক্ষে কেশবপুর বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।