পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৫২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ৩৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ এবং ১৫০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার,সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন,উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস,শেখ আবুল কাসেম,রুস্তম আলী,গিয়াসউদ্দিন আহমেদ,মোঃ নূর ইসলাম,অচ্যুৎ গাইন,আলিমুর রহমান,বিকাশ কুমার মন্ডল,হাবিবুর রহমান, জি এম জাহাঙ্গীর হোসেন,মশিউর রহমান,সাজু আহমেদ, সাংবাদিক এস আর সাঈদ,নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান সহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।