বাগেরহাট প্রতিনিধি || বিশ্ব পানি দিবস উপলক্ষে পানি ও টেকসই উন্নয়ন’প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাসের উদ্যোগে ও উদয়ন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২২ মার্চ) সকালে বাগেরহাট পৌর শহরের খারদ্বার অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
লিডার্স প্রতিনিধি জি এম মোশারেফ হোসেন দিবসটির উপর মূল প্রবন্দ উপস্থাপন করেন। সমাবেশে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি মূখাজি রবিন্দ্রনাথের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদকের শেখ আসাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রৌকশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক আজাদুল হক,সুজনের সাধারন সম্পাদক এসকে হাসিব,সাবেক ইউপি সদস্য মিস মিতা বেগম প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।