রূপসা প্রতিনিধি || খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন,খেলাধুলার মাধ্যমে বিদ্যালয়ের নৈতিকতা শিক্ষার বিকশিত হয়। এতে উৎসাহিত হয় ক্ষুদে শিক্ষার্থীরা ।
বাড়ে সচেতনতা,স্বপ্ন দেখে ভবিষ্যৎ গড়ার।বিদ্যালয়ের নির্ধারিত পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আরো উৎসাহিত করতে খেলাধুলার এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলাধুলা একদিকে শারীরিক বিকাশ ঘটায়।অপরদিকে মানসিক ও নৈতিকতা বিকাশে ও সহায়তা করে।পাঠদানের পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই।শরীরকে সুস্থ ও সবল রাখতে হলে খেলাধূলার সাথে সম্পৃক্ত থাকতে হবে।খেলাধূলা মানুষকে দুশ্চিন্তা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে।সারা বাংলাদেশে দুটি করডোন স্কুল রয়েছে।
তার মধ্যে খুলনার জেলার রূপসা উপজেলায় একটি।এটা রূপসা তথা খুলনাবাসীর জন্য গর্বের।আর এ কারণে এ বিদ্যাপীঠের প্রতি সকলের খেয়াল রাখতে হবে।
২১ শে মার্চ~২০২৩ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রূপসা উপজেলাধীন টিএস বাহিরদিয়া ইউনিয়নে কিশোর কল্যান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মানিত অতিথি খুলনা জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা বিনতে আজিজ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক খাঁন আহমেদুল কবীর (চাইনিজ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন,উপজোলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পরভীন, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।
স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ নকীব উদ্দিন আজাদ। অনুষ্ঠান সার্বিক উপস্থাপন করেন রূপসা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সভাপতি ও নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, কৃষ্ণপদ রায়, অমল কুমার শিকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রশিদ, প্রভাষক আনোয়ার হোসেন মিন্টু, সহকারি শিক্ষক খালিদ মাহমুদ, সহকারি শিক্ষক খায়রুল জমাদ্দার, লুবনা আক্তার, কোহিনুর আক্তার, ইসমত আরা ইয়াসমিন, গোবিন্দ প্রশাদ দাস, বিধান চন্দ্র রায়, অসীম সানা প্রমুখ।#
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।