মেহেদি হাসান নয়ন,বাগেরহাট || বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের শটের বটতলা নামক স্থানে ২৪ই মার্চ শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে দাড়ি থাকা পাথর লোড করা ট্রাকের সামনাসামনি সজরে খুলনা গামী সিমেন্ট খালি ট্রাক মুখোমুখি সংর্ঘর্ষে কুমিল্লার মকসুলুর রহমনের ছেলে চালক সুমন (৩২) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার সুমন কে উদ্ধার করে।
মোল্লারহাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান জানান, ফকিরহাট থানা নোয়াপাড়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে ট্রাক দু`টি জব্দ করি, আইনি প্রক্রিয়া চলমান।
Leave a Reply