চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানা কর্মসূচির মাধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে দামুড়হুদা উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়।
পরে সকাল সকাল ৭টার সময় উপজেলার আট শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতিতে পুষ্প মাল অর্পন এবং সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে দামুড়হুদা মিনি স্টেডিয়ামে মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এর সভাপতিত্বে কুচআওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সজল কুমার ,মডেল থানার ওসি ফেরদৌস রহমান ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুতফুল কবীর।
দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।