পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নানা কর্মসূচীর অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্ব এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ড’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ও কেশবপুর নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ,এম আমির হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী,উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন,হাফেজ আবুল কালাম আজাদ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।