সাতক্ষীরা প্রতিনিধি || গতকাল সোমবার (২৭ মার্চ) গভীর রাতে আশাশুনি উপজেলার গোয়ালাডাঙ্গা ফকিরবাড়ি মাঠে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।আটক নেতারা হলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল, ছোট শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি মেম্বার আব্দুল মালেক মল্লিক, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ শরিফুল আহছান টোকন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মেম্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি আল-আমিন হোসেন, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. লতিফ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাঠে জামায়াত-বিএনপির ২০-২৫ নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে আট নেতাকে আটক করতে সক্ষম হয়। বাকিরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল,লাঠি এবং দা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আশাশুনি থানার এসআই মহিদুর রহমান বাদী হয়ে একটি নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।