অতনু চৌধুরী (রাজু)বিশেষ প্রতিনিধি || গত ২৭মার্চ সোমবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে বাসন্তী পূজার সূচনা হয়েছে।পূজার মঙ্গলঘট স্থাপন ও পূজার মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাসন্তী পুজা।বসন্ত কালে অনুষ্ঠীত হয় বলে এর নাম বাসন্তী পূজা। প্রতি বছরের মতো এবারও বুড়বুড়িয়া স্কুল মাঠ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা।
পূজা উৎযাপন কমিটির স্বভাপতি পার্থ সরকার বলেন প্রতিবছরের ন্যায় এবছরও আমরা একত্রে বাসন্তী পূজা উৎযাপন করছি।এ বছর আমাদের পূজা রমজান মাসে উদযাপিত হচ্ছে সকল নিয়োম মেনে পালিত হচ্ছে।আমাদের পুজা উৎযাপন কমিটির বলেন্টিয়ার রয়েছে প্রশাসনের ও কঠোর নিরাপত্তা রয়েছ।কোন ধরনের ঝামেলা সৃষ্টির সম্ভাবনা নাই।এবং খুবই শান্তিপূর্নভাবে সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে। এসময়ে আরো উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ স্বভাপতি অলোক বাছাড়,সেক্রেটারি,ফিগার কির্তুনিয়া,কেষাদহ্ম সৌমিথ মন্ডলসহ পূজা উৎযাপন কমিটির সদস্যরা সহ এলাকার ব্যাক্তিবর্গ।
Leave a Reply