সাতক্ষীরা প্রতিনিধি || সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে হরিণের মাথা ও ফাঁদের দড়িসহ দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ।আটকৃতরা হলেন,শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পার্শ্বমারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবর (৫২) ও একই গ্রামের কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দিন (৪০)।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে কোবাদক স্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে হরিণের রান্না করা মাংস,চারটি পা,একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁদের দড়ি জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের এসিএফ ইকবাল হোসেন চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন,আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাঁদ পেতে হরিণ শিকার করেছে বলে স্বীকার করেছে। আটকদের মুন্সিগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply