মুন্সী মোয়াজ্জেম,শালিখা,মাগুরা || মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামের কৃষক আতর আলী হত্যা মামলায় গতকাল মাগুরা সদর থানা পুলিশ বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে আধিপত্ত বিস্তরকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘড়ষে বৃহস্পতিবার কৃষক আতর আলী খুন হয়।ঐ ঘটনা ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়েরকৃত দ্রুত বিচার মামলায় তাদের আটক করা হয়।আটক কৃতদের মধ্যে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা ও সাবেক চেযারম্যান মহব্বত আলী রয়েছেন।এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply