যশোর প্রতিনিধি || যশোরে গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই ইউনুস (২২) নামের এক যুবক।
নিহত ইউনুস সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহতের মরদেহ রাতেই যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, পারিবারিক বিরোধের জের ধরে ঘুরুলিয়ায় ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হত্যাকান্ডে জড়িত ছোটভাইকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ডিবি ওসি।
Leave a Reply