খুলনার খবর || খুলনায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে লবনচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।মৃত ইজিবাইক চালকের নাম মো: রাফি ইসলাম। সে তালা উপজেলার শুকদেবপুর তেতুলিয়া গ্রামের বাসিন্দা।সে জনৈক আজিজুল ইসলামের ছেলে ও খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করত।
লবনচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, মৃত রাফি পেশায় একজন ইজিবাইক চালক।গতকাল রোববার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। রাফি যে ইজিবাইক চালতো সেটিরও খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার শরীরে ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারনা করা হচ্ছে, রোববার রাতে লবনচরা থানা এলাকার নির্জন জায়গায় ছদ্মবেশী যাত্রী তাকে এখানে নিয়ে আসে। ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এরপর নাক ও মুখে রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছিলনা। পরবর্তীতে নিহতের ব্যবহৃত মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।