শরিফুল ইসলাম || খুলনায় দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে ২ মামলা প্রত্যাহার ও অসীমকে হয়রানির বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (০৩ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন দেশ টিভি দর্শক ফোরাম খুলনা। মানববন্ধন ও সমাবেশে যোগ দেন খুলনার সিনিয়ার সাংবাদিক,সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের পরিচালনায় ও সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,খুলনার সমন্বয়কারী এ্যাড. মো. মোমিনুল ইসলাম, বাংলাভিশনের আতিয়ার পারভেজ,ডিবিসির আমিরুল ইসলাম, কালের কন্ঠের সাংবাদিক কৌশিক দে , গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অভিজিত পাল, এস এ টিভির রকিবুল ইসলাম মতি,মাই টিভির শিশির রঞ্জন মল্লিক,প্রথম আলোর সাদ্দাম হোসেন,খুলনার খবরের শরিফুল ইসলাম,এশিয়ান টিভির বি, এম রাকিব হাসানসহ আরো অনেকে।
এ সময় বক্তরা বলেন,একের পর এক ডিজিটাল সিকিউরিটি আইনে সকলকে নানা ধরনের মামলা করে ভোগান্তি ফেলা হচ্ছে।সেই ধারাবাহিকতায় দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে মামলা করা হয়।দ্রুত এই ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য গত ১৮ মার্চ দেশ টিভিতে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ একের পর এক মামলা করার অভিযোগ রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।