পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে উপজেলার নতুন মূলগ্রামের ৩০টি পরিবার।
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলার নতুন মূলগ্রামের কর্মকার পাড়া, বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় প্রায় ৩০ টি পরিবার স্থায়ী ভাবে বসবাস করে আসছে।উক্ত পরিবারগুলো ২৬ নং মৌজার ৫১৫৬ নং দাগের খাস খতিয়ান ভূক্ত জমিতে কয়েক পুরুষ ধরে রাস্তা হিসাবে ব্যাবহার করে আসছে।উক্ত রাস্তা দিয়ে নতুন মূলগ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত পন্য আনা-নেওয়া করে থাকেন। তাছাড়া কোমলমতী শিক্ষার্থীরা উক্ত রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যাতায়াত করে থাকে।অসুস্থ্য ব্যাক্তিরা হাসপাতাল যাতায়াত করেন। কিন্তু নতুন মূলগ্রামের প্রভাবশালী মোশারফ হোসেন উক্ত রাস্তাটি জবরদখল করে বেড়া দিয়ে ঘিরে রেখেছে।
শুধু তাই নয় রাস্তাটির মাজখান দিয়ে গভীর নালা কেটে দিয়েছে।যার ফলে নতুন মূলগ্রামের কর্মকার পাড়া,বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় প্রায় ৩০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।বর্তমানে তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ঝোঁপ-ঝাড় দিয়ে যাতায়াত করে তাদের প্রয়োজন মিটাচ্ছেন।
এব্যাপারে নতুন মূলগ্রাম ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম জানান,তার জানামতে কয়েক পুরুষ ধরে ওই রাস্তা দিয়ে কর্মকার পাড়া,বিশ্বাস পাড়া ও খাঁ পাড়ায় বাসিন্দারা যাতায়াত করে। বেড়া দিয়ে রাস্তাটি ঘিরে রাখা খুবই দুঃখজনক। ষাটোর্ধ বয়সের কবিতা কর্মকার জানান,চিকিৎসা জনিত কারণে বিভিন্ন সময় তাদের হাসপাতালে যেতে হয়। রাস্তাটি বেড়া দিয়ে ঘিরে রাখায় তাদের জীবন-যাপন করা কষ্টকর হয়ে পড়েছে।
এব্যাপারে নতুন মূলগ্রামের পরিতোষ কর্মকারের পূত্র ইন্দ্রজিৎ কর্মকার রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সোমবার (০৩ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন। তারা পূর্বের মত উন্মুক্তভাবে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।