পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ৩ আওয়ামী লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযােগে যশোরের কেশবপুর উপজলা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। যা সম্প্রতি ওই আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৪ মার্চ (২০২৩) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ওই তিন আওয়ামী লীগ নেতার প্রত্যাহার আদেশ জানানো হয়েছে। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাদের ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ভবিষ্যতে কোন প্রকার সংগঠন বিরােধী কর্মকান্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযােগ্য বলে বিবেচিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মােস্তাফিজুল ইসলাম, আমজাদ হোসেন ও এস এম আনিচুর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবীতে, গত ১৭ ডিসেম্বর (২০২২) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেদ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট তাদের সাধারণ ক্ষমা প্রার্থনা করে প্রেরিত লিখিত আবেদন পর্যালাচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার সর্তে তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মােস্তফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আনিচুর রহমান ও ৪নং বিদ্যানদকাটি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ সম্পাদক আমজাদ হোসেন,গত ২০২২ সাল ৫ জানুয়ারী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ালীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তারা বিদ্রাহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দলীয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গ করেন। ওই নির্বাাচনে তারা জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর দলীয় শৃংখলা ভঙ্গের অভিযাগে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।