কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ায় শিউলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী মন্টু মন্ডলকে আটক করেছে পুলিশ।
নিহত শিউলি খাতুন কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। আর মন্টু ওই এলাকার বজলু রহমানের ছেলে। তাদের পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের হরিশংকরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে সকালে শিউলীর সঙ্গে মন্টুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বটি দিয়ে শিউলীকে কুপিয়ে হত্যা করেন। স্থানীয়রা মন্টু মন্ডলকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি শাহাদত হোসেন বলেন,স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মন্টুকে আটক করা হয়েছে। শিউলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।