মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের পূর্বপাড়ায় আব্দুল গনি হাওলাদারকে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তাকে এলাকাবাসী দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত ডাক্তার গনি হাওলাদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এব্যপারে আহত গনির পুত্র আব্দুর রাজ্জাক বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় পূর্বপাড়া মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় মতলব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সে গালিগালাজ করতে নিষেধ করলে রাস্তার পাশে থাকা ইট দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। এ রিপোর্ট লেখা কালিন আহত গনির অবস্থা সংকটাপন্ন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।