সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক দিনারা জামানের নেতৃত্বে ডুমুরিয়া সদর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
বুধবার ১২ এপ্রিল পরিচালিত অভিযানে পণ্যের বিক্রয় মূল্যে না টানানো, মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে গতকাল ডুমুরিয়া উপজেলা সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিক্রয় মূল্যে না টানিয়ে শতকারা প্রায় ৭০ ভাগ লাভে গার্মেন্টস সামগ্রী বিক্রির অপরাধে জারা ফ্যাসনকে দেড় হাজার,শখ ফ্যাসনকে ১ হাজার,মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রির অপরাধে ফালগুনি ষ্টোর কে ১ হাজার,অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে তৃষ্ণা হোটেলকে দেড় হাজার এবং সুন্দরী মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।অভিযান পরিচালনায় সহযোগীতা করেন এপিবিএন খুলনা-৩ এর সদস্যবৃন্দ। এ সময় ডুমুরিয়া বারোয়ানী বাজার কমিটির আহ্বায়ক শ্যামল দাসসহ অনেকে উপস্হিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।