কুষ্টিয়া প্রতিনিধি || গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী বিশ্বাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় দুই পরিবারের চারটি ঘর ও সব মালামাল পুড়ে ছায় হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিহতরা হলেন, ছনি খাতুন (৭) ও সুরমিলা (২)।
স্থানীয়রা জানায়,ওই গ্রামের মো: দুখির আলি ও ওসমানের বাড়িতে বিকেলে আগুন লাগে। এ সময় ঘর থেকে বের হতে না পারায় দুখির দুই মেয়ে আগুন পুড়ে মারা যায়।খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে তাদের বসতঘর পুড়ে ছায় হয়ে গেছে। দিঘলকান্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামাল জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু জানান,অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে তাদের দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে। ও তাদের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।
Leave a Reply