প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি || দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিল্লো যশোরের অভয়নগরে।এ যেন এক অমুল্য রতন অভয়নগর বাসীর কাছে।সমগ্র দেশের ন্যায় দীর্ঘদিন ধরে তাপদহে পুড়ছিলো এই অভয়নগর।অবশেষের বৃষ্টির দেখা পেয়ে তারা যেন একটু সস্তির নিশ্বাস ফেলেছে।
দীর্ঘদিন যাবত তাপমাত্রা উর্ধগতি থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এতে করে যেমন মানুষের কর্মজীবন ব্যাহত হচ্ছিলো তেমন করে অসুস্থ হয়ে পড়ছিল বয়ষ্ক এবং শিশুরা।
গতকাল থেকেই এখানে তাপমাত্রা কমতে থাকে এবং মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে দেখা যায়। অবশেষে আজ দুপুর থেকে বৃষ্টি নামে।এ যেন উত্তাপ অগ্নিদহে ইশ্বর নিজ হাতে জল ঢেলে দিয়ে গেলেন।এক নিমিষেই সবকিছু শীতল হয়ে গেলো।
Leave a Reply