তেরখাদা প্রতিনিধি ||২৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে তিনি বাজারের পদ্মবিলাস নামে একটি ফাস্ট ফুডের দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদ উত্তীর্ণ এবং খাবার অনুপযোগী বন রুটি,কোমল পানীয় সহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকারের খাবার সামগ্রী উদ্ধার করেন।পরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে পদ্মবিলাশ ফাস্টফুড দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও তিনি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ভেজাল পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করেন।আদালত পরিচালনা কালে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন,তেরখাদার বিভিন্ন বাজারে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভেজাল খাবার সামগ্রী সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে যারা সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন প্রতি মাসেই কয়েক দফা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply