সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের সৌদি প্রবাসীর জমি দখল করে অবৈধ ড্রেজার দিয়ে চলছে অপরিকল্পিত ভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ । স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়,সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর গ্রামের চরের বাড়ী সংলগ্ন বিলে সৌদি প্রবাসীর জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ মোঃ বাচ্চু মেয়ার বিরুদ্ধে।
অভিযোগ করে সৌদি প্রবাসী ইসমাইল হোসেন বলেন,আমি প্রবাসে দেশের বাড়ি আমার ঘাডিয়ান বলতে কেউ নেই।মোঃ বাচ্চু মেয়া আমার জমি দখল করে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে অন্য থায় বিক্রি করছেন।আমি এর নেয় বিচার চাই।
সরজমিনে গেলে দেখা যায়,জমি থেকে কয়েক দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার মেশিনে কাজ করা শ্রমিকের কাছে জানতে চাইলে বলেন,জমিটা বাচ্চু মেয়া ইসমাইল হোসেন এর কাছ থেকে ক্রয় করেছেন কিছু টাকা বাকি আছে।কাগজ পত্র ঠিক করে জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না ইসমাইল হোসেন। রেজিস্ট্রেশন করে দিলে বাকি টাকা দিয়ে দিবে।কিন্তু ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যে অবৈধ তা জানে না বলেন সেই শ্রমিক।
এই বিষয়ে জানতে মোঃ বাচ্চু মেয়ার সাথে দেখা করতে বাসুবাজার পোলের গোড়ায় তার দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন বলেন,অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।ঠিক আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।