হুমায়ন কবির,চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গায় কাপড়ের দোকানে দর কষাকষি নিয়ে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভালাইপুর বাজারে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের টিপু সুলতানের মা ছামেনা খাতুন চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ভালাইপুর বাজারস্থ আশরাফুলের দোকানে কাপড় ক্রয় করতে যায়। সেখানে কাপড়ের দাম নিয়ে দর দাম করাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে দোকান থেকে বের করে দেয় দোকানদার।
বিষয়টি তার ছেলে টিপুকে বললে সে তার বন্ধু সজল, মামুনুর রহমান ও পলাশদের সাথে নিয়ে উক্ত দোকানে যায়।সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা করাকালিন সময়ে সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের আলার ছেলে আকাশ (২৩), ওসমানের ছেলে সানোয়ার (৫৫), জাঙ্গাঙ্গীর (৩৫), মুছা করিমের ছেলে শান্তি (৪৫) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো ছুরির কোপ সজল (২৪) ও মামুনুর রহমান (২৫) এর পেটে লেগে গুরুত্বর আহত হন তারা। এ সময় দুজনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
এ সময় স্থানীয়রা ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার হাসানুজ্জামান সজলকে মৃত ঘোষণা করে এবং মামুনুর রহমান রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply