বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের খানজাহান আলী (রহঃ) এর মাজার সংলগ্ন দীঘির কুমির আবারো ডিম পেড়েছে। মাজারের পূর্ব ঘাটে বিনা ফকিরের বাড়ি সংলগ্ন পাড়ে গর্তের মধ্যে ৫০-৬০টি ডিম দিয়েছে কুমিরটি।তবে এই ডিমে বাচ্চা ফোটা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ বিগত বছর কয়েকবার ডিম দিলেও এই কুমিরের কোনো বাচ্চা ফোটেনি।বিশেষজ্ঞরা বলছেন, বয়স বেশি হওয়ায় প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে কুমিরটি।
মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় মাসখানেক আগে কুমিরটি দীঘির পূর্বপাড়ের বিনা ফকিরের বাড়ির পাশে ডিম পেড়েছে বলে ধারণা করছি। কয়েকদিন আগে আমাদের চোখে পড়েছে। এই নিয়ে অনেকবার এই মা কুমিরটি দীঘিতে ডিম পেড়েছে। কিন্তু কখনো বাচ্চা হয়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন,মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা খাবার হিসেবে যে যার মতো চর্বিযুক্ত মাংস দেন, ফলে কুমির দুটির পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে। বাচ্চা না ফোটার এটাও অনেক বড় কারণ। তবে নতুন করে অল্প বয়সী দুটি নারী-পুরুষ কুমির দীঘিতে ছাড়তে পাড়লে বাচ্চা ফোটানো সম্ভব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।