সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার কলারোয়ায় ৪০০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে গাছ থেকে অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো গোবিন্দ ভোগ নামের আম বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত উদ্ধারকৃত আম উপজেলা ভূমি অফিসের গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
আজ বৃহষ্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওই আম বিনষ্ট করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,সিংগা বাজার আম ব্যাবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান,বুধবার বিকেলে সোনাবাড়িয়া পটলের হাট সংলগ্ন পাকা সড়কের উপর থেকে আলম সাধু নামের যানবাহন থেকে ২০টি ক্যারেট ভর্তি গোবিন্দ ভোগ আম আটক করে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলো আজ ভ্রাম্যমান আদালত বিনষ্ট করেছে।
Leave a Reply