পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের কৃষক বন্ধু ছাত্রলীগ কর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন এই দুর্দিনে। সর্বত্রই যখন বোরো ধান পেকেছে,সে সাথে হিড়িক পড়েছে তা কাটার। একসাথে চারিদিকে ধান কাটার সময় হওয়ায় শ্রমিকের চরমভাবে অভাব দেখা দিয়েছে। যদিও শ্রমিক পাওয়া যায় তার মজুরী ধরা-ছোঁয়ার বাইরে। কালবৈশাখী ঝড়ও হানা দিতে শুরু করেছে। এমনই মূহুর্তে শ্রমিকের মজুরী ৫’শ টাকা থেকে হাজার টাকার মধ্যে যা সাধারণ প্রান্তিক চাষিদের পক্ষে সম্ভব নয়। এই অসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেশবপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে সেচ্ছাশ্রমে কেশবপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে কেশবপুরের ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ।
ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কেশবপুর উপজেলা ব্রাহ্মকাটি গ্রামের তবিবুর রহমানের ১ বিঘা জমির ধান সেচ্ছাশ্রমে কেটে বাড়ি পৌঁছে দেন কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা শ্রীকান্ত দাস, সুজন হোসেন, প্রান্ত সাহা, আফরাজুর রহমান তুষার, আমিনুর রহমান, শফিকুল ইসলামসহ ১০-১৫ জন নেতাকর্মী।
ব্রহ্মকাটি গ্রামের কৃষক তবিবুর রহমান বলেন, আমার এক বিঘা জমির ধান পেকেছে কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। যারা এখনো মাঠের কাজে থাকে না সেই ছাত্রলীগ নেতাকর্মীরা আমার কষ্টের খবর পেয়ে বড় আন্তরিকতার সাথে আমার ১ বিঘা জমির ধান সেচ্ছাশ্রমের ভিত্তিতে কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুঃসময়ে এভাবে সাধারণ কৃষকের পাশে দাঁড়ালে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে জানান তিনি।
Leave a Reply