মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় ফেনসিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ এপ্রিল) দুপুরের পর নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শাহরিয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মহসিন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি তানভীর হাসান(৪০) কে গ্রেফতার করে।এ সময় তার বাড়ি থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের এস আই শাহরিয়ার হোসেন বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক মাদক কারবারিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
উল্লেখ্য,গ্রেফতারকৃত তানভীর হাসান জেলা বিশেষ শাখার তালিকা ভুক্ত মাদক ব্যাবসায়ী। সে দীর্ঘ দিন ধরে ফেনসিডিল কেনাবেচা করে আসছিল।
Leave a Reply