সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল (২৮ এপ্রিল) শুক্রবার বেলা ১১টার সময় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথা সময়ে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তাই দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো।
মেলায় ১০০ টি স্টল বসেছে। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরন।
Leave a Reply