এস.এম.শামীম,দিঘলিয়া || দিঘলিয়া প্রেসক্লাবের চার সাংবাদিকের পদত্যাগ এমন সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টি গোচর করেছে।
মূলত আমার জানা মতে,দিঘলিয়া প্রেসক্লাব হইতে দৈনিক আজকের তথ্য পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি শেখ রাজিব ও দৈনিক জন্মভূমি পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি মো: মনিরুল ইসলাম মোড়ল এই দুইজনকে দিঘলিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ অব্যাহতি প্রদান করা হয়েছে।
কিন্তু সংবাদ মাধ্যমে দিঘলিয়া প্রেসক্লাবের চার সাংবাদিকের পদত্যাগের খবরে আমাকে এস, এম, শামীম সহকারী বার্তা সম্পাদক “খুলনার খবর “এবং কিশোর কুমার দে, দৈনিক নওয়াপাড়া দিঘলিয়া প্রতিনিধির নাম প্রকাশ করা হয়েছে। যা কোনো প্রকারেই সত্য নয়।
একটি অসাধু মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। তাই উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply