মেহেদি হাসান নয়ন,বাগেরহাট || বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫,৫০০ কেজির অধিক মূল্যবান লৌহ সামগ্রী যার অনুমান বাজার মূল্য ৩,২০,০০০/-(তিনলক্ষ বিশ হাজার)টাকার মালালসহ চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
২৯ এপ্রিল শনিবার রাতে ফকিরহাটের কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা বিপ্লব হোসেন (১৯),মেহেদী হাসান শান্ত (২৩), এর নিকট হতে চুরিকৃত মালামাল মূল্যবান লৌহ সরঞ্জামাদি-৫৪৯৫ কেজি, এবং তামার তার-৫০ কেজি, চোরাই কাজে ব্যবহৃত মিনি ট্রাক ০১টি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ র্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।