সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ১ লা মে~২০২৩ রবিবার খুলনা জেলার তেরখাদা উপজেলার টি এন্ড টি চত্বরে সকাল ১০টার দিকে আওয়ামী কৃষক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র আহ্বানে কেন্দ্রীয় কৃষক লীগের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় খুলনার তেরখাদা উপজেলা কৃষক লীগ অসহায় কৃষকের ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচি পালন করেন।
“কৃষক বাঁচাও দেশ বাঁচাও” মাননীয় প্রধানমন্ত্রীর এই মহা মন্ত্র কে সামনে রেখে ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচি অনুষ্ঠানে তেরখাদা উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলার সাবেক ছাত্রনেতা যুব নেতা ও কৃষক লীগের নেতা আবু আহাদ হাফিজ বাবু।তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ছাত্রনেতা শারাফাত হোসেন মুক্তি,তেরখাদা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান(অহিদ),আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল হক,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পান্নু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া মুন্সী,তেরখাদা সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লাভলু ফকির,আব্দুল হামিদ শিকদার,ফারুক শেখ,ছাগলাদহ কৃষক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা ১২টার দিকে কৃষক লীগের নেতা কর্মীবৃন্দ কাঁচি কাটা গ্রামের মোশাররফ কাজীর প্রায় ১ একর জমির ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচি সম্পন্ন করেন।
পরে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার টি এন্ড টি চত্বরে কৃষক লীগের নেতৃবৃন্দ গরীব অসহায় কৃষকদের মাঝে বীজ ধান ও সার বিতরণ করেন ।
Leave a Reply