পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে সোমবার (১মে) সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বাসুদেব মিত্রের সভাপতিত্বে ও শ্রমিক নেতা ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান।
বক্তব্য রাখেন,শ্রমিকনেতা তাপস দাস,মুনছুর আলী,মিজান,নাজমূল,রবিউল,আজিজুর,আসাদ,খলিল,কাজেম,আসিফ,ফার্নিচার শ্রমিক জাহাঙ্গীর,সবুজ প্রমুখ।
অন্যদিকে,কেশবপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,নির্মাণ শ্রমিক নেতা আব্দুল ওহাব।সোমবার (১ মে) বিকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপদেষ্টা অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিপিবি’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান।
Leave a Reply